যমুনা সেতু মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১০ মার্চ ২০২৫

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ইট ছুড়ে থামিয়ে ডাকাতি হয়েছে।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। মাইক্রোবাসটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি কোনাবাড়ী এলাকায় পৌঁছালে ডাকাতরা ইট ছুড়ে মারে। এসময় চালক মাইক্রোবাসটি থামান। পরে সাত-আটজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় যাত্রীদের সঙ্গে থাকা সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা রাতেই অভিযোগ দায়ের করেছেন। ডাকাতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

এম এ মালেক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।