ধর্ষকদের কুশপুতুল ফাঁসিতে ঝোলালো ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১০ মার্চ ২০২৫

মাগুরার আলোচিত শিশু ধর্ষণে জড়িতদের কুশপুতুল তৈরি করে ফাঁসিতে ঝুলিয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের শহীদ মিনার চত্বরে মুক্তমঞ্চ বানিয়ে এ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ জানান।

ধর্ষকদের কুশপুতুল ফাঁসিতে ঝোলালো ছাত্র-জনতা

কর্মসূচিতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্যসচিব মুবাশশির আলী শিহাব, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য কে এম সাজিন, সংগঠক ফাহিম ফয়সাল রাফিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা মাগুরায় শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান।

আল মামুন/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।