নারায়ণগঞ্জে সিএনজিচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১১ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদী দাউদ নামে এক সিএনজিচালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার অন্য ধারায় তাদের তিনজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা কারাদণ্ড দেওয়া হয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খানের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৫ সালে রূপগঞ্জ থানায় করা একটি মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার সারোজ আলীর ছেলে মো. লতিফ (৪৪) ও তার ভাই মো. রতন (৪০), একই এলাকার মো. নওয়াব আলীর ছেলে মো. আ. আউয়াল (৩৯) ও বরিশালের বাবুগঞ্জ এলাকার মো. শহীদুল আলম (৫০)। তাদের মধ্যে মো. শহীদুল আলম ছাড়া সকলেই পলাতক।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় আসামিরা যোগসাজেস করে সিএনজি চালক হাদী দাউকেকে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করে। পরে তাদের আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উন্মোচন করে। সেই সঙ্গে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।