সিরাজগঞ্জে দুই ইটভাটায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১১ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে দুই ইটভাটায় এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুল ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া এলাকার মেসার্স সৌহার্দ্য ব্রিকসের কিলন ভেঙে ৫০ হাজার টাকা ও শাহজাদপুর উপজেলার তালগাছী এলাকার মেসার্স এমএমএইচ ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশগত ছাড়পত্র লঙ্ঘন করে ইট প্রস্তুত করায় এ ইটভাটাকে জরিমানা করা হয়।

এমএ মালেক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।