বড়াইগ্রামে বাস উল্টে হেলপার নিহত


প্রকাশিত: ১১:০৭ এএম, ২৪ মে ২০১৬
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে মানিক উদ্দিন নামে বাসের হেলাপার নিহত হয়েছেন। এসময় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মানিক জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বিলভাটিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী রুপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় ওই বাসের নিচে চাপা পড়ে বাসের হেলপার মানিক উদ্দিনসহ অন্তত ১৬ জন আহত হন।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক উদ্দিনের মৃত্যু হয়।

রেজাউল করিম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।