অসহায় ১৫০ পরিবারের মধ্যে প্রবাসী কল্যাণ সংস্থার ইফতার বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩২ এএম, ১৩ মার্চ ২০২৫

নোয়াখালীর সেনবাগে অসহায় ১৫০ পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছে প্রবাসী কল্যাণ সংস্থা। বুধবার (১২ মার্চ) উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ সংস্থার মতো সমাজের অন্য বিত্তবানরা এগিয়ে এলে এলাকায় গরীব অসহায় ব্যক্তিদের কোনো খাদ্য সমস্যা থাকবে না। ইফতার সামগ্রী বিতরণের জন্য সংস্থার নেতাদেরকে ধন্যবাদ জানাই।

প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আবদুল মান্নান বাবলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সংস্থার প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী ব্যবসায়ী মহিউদ্দিন মহিন, পরিচালক এন এইচ সুমন, শহিদ উল্যা মিন্টু, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম রবি প্রমুখ।

সৌদি প্রবাসী ব্যবসায়ী মহিউদ্দিন মহিন বলেন, সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময় অসহায়দের পাশে দাঁড়িয়ে সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও যে কোনো সমস্যায় গরীব অসহায়দের পাশে থাকবে প্রবাসী কল্যাণ সংস্থা।

এ সময় সংস্থার সদস্য চান্দন হোসেন রাজু, আলা উদ্দিন আলো, ওমর ফারুক, মুফতি শোয়াইব হোসেন, সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যাহ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, নাজিম উদ্দিন খন্দকার, মো. হারুন,আবু নাছের, ফখর উদ্দিন, রফিকুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন।

আইএইচএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।