‘মিডিয়া হাউজগুলো কারা নিয়ন্ত্রণ করে’ প্রশ্ন বুলুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৩ মার্চ ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

মিডিয়া হাউজগুলো কারা নিয়ন্ত্রণ করে—এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। একইসঙ্গে মিডিয়ায় শুধু বিএনপির নেতিবাচক খবর আসায় উষ্মা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।

বরকত উল্লাহ বুলু বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, তাদের মুখ ফসকে বের হয়ে গেছে যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন কেউ ১৫ কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন, কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা এগুলো মিডিয়ায় প্রকাশ করবেন। আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না? কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনারা? মিডিয়া হাউজগুলো কারা নিয়ন্ত্রণ করে?

সাংবাদিকদের উদ্দেশে বুলু আরও বলেন, ‘আপনারা দেখেছেন একটি দল লিখে দিয়েছে আপনি যদি জামায়াতে ইসলামী করেন আপনি বেহেশতে যাবেন। এটা শিরক। একজন মুসলমান হিসেবে কেন আপনাদের মিডিয়ায় এলো না। একজন মুসলমান হিসেবে যে এর চাইতে বড় অপরাধ হতে পারে না, এটা কেন মিডিয়ায় এলো না। আপনারা কেন এসব ছাপছেন না? আপনারা শুধু শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলেন, এগুলোই ছেপে দেন।’

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইঁয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।