নারায়ণগঞ্জ

শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে দোকানিকে পুলিশে সোপর্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৪ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন (৫০) নামের এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রামে এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সেলিম সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে। তিনি আটিগ্রাম এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেন। সেই টাকা নিয়ে বাচ্চাটি সেলিমের দোকানে যায়। দোকানে যাওয়ার পর সেলিম শিশুটিকে ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করে।

ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সকালে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. আকাশ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।