চা বিক্রির টাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করা সেই আব্দুল খালেক আর নেই

কুমিল্লার বরুড়ায় চা বিক্রির টাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করা আব্দুল খালেক (৯৮) মারা গেছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলার নলুয়া চাঁদপুর (ডেবপুর) গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল খালেক বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামের মাক্কু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শুক্রবার অবস্থার অবনতি হয়ে নিজ বাড়িতেই তিনি মারা যান।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল খালেক একজন চা বিক্রেতা ছিলেন। বিয়ের কয়েক বছর পর একটি সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী মারা যান। আব্দুল খালেকের কোনো সন্তানও ছিল না। ১৯৬৭ সালে চা বিক্রির লাভের টাকায় নিজ নামে সাফকবলা জমি ক্রয় করেন। এই জনপদে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় ১৯৯৭ সালের ১ জানুয়ারি ৫২ শতক জমি দান করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়’ নামে একটি স্কুল। ২০১৯ সালে স্কুলটি এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টির জায়গার পরিমাণ ৯৩ দশমিক ৫০ শতক।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস