নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:২১ পিএম, ১৫ মার্চ ২০২৫

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে ‘জেলার সর্বস্তরের জনগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থী’ ব্যানারে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ হয়।

এতে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক সাধারণ স্থানীয় জনতা অংশ নেন। এর আগে বেলা ১১টায় নওগাঁ মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে সমবেত হন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভ সমাবেশে নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, যুগ্ম-আহ্বায়ক মামুনুর রহমান রিপন, জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদ্দিন আলমগীর, ইন্টার্ন চিকিৎসক ডা. ফারহান সাদিক রওনকসহ নওগাঁ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, নওগাঁ মেডিকেলের শিক্ষার মান দেশের অন্য মেডিকেল কলেজগুলোর তুলনায় কোনো অংশেই কম নয়। প্রতিবছর প্রকাশিত ফলাফলে সেটি প্রমাণিত হয়েছে। এরপরেও এমন সিদ্ধান্ত নেওয়া হলে নওগাঁ থেকে সারাদেশে ধান-চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। সরকারে থেকে এসব ষড়যন্ত্র না করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আরমান হোসেন রুমন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।