ওসিসহ আহত ৬

মহাসড়কে উল্টে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৫ মার্চ ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের ওপর উল্টে পড়া আলুর ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থলে থাকা গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ছয়জন আহত হন।

শুক্রবার (১৪ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কে উল্টে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

নিহতের শ্রমিকের নাম ইলিয়াস। তার বাড়ি রংপুর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মির্জাপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা আলুর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাড়কের ওপর উল্টে যায়। পরে ট্রাকটি উদ্ধার ও আলু অন্য ট্রাকে তোলা হচ্ছিল। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতেয় ট্রাকের পাশেই থাকা গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট ও দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৫ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক ইলিয়াসের মৃত্যু হয়।

মহাসড়কে উল্টে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।