নাটোরে সাংবাদিকদের ওপর হামলা, সাবেক এসপি ফজলুর জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৮ মার্চ ২০২৫

সাংবাদিকদের ওপর হামলার মামলায় নাটোরে বরখাস্ত পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নারী নির্যাতন মামলায় নাটোর আদালতে হাজিরা দিতে এলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন এ আদেশ দেন।

নাটোরে সাংবাদিকদের ওপর হামলা, সাবেক এসপি ফজলুর জামিন নামঞ্জুর

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে করা মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবী সোহেল রানা। এসময় সরকারি কৌঁসুলি রুহুল আমীন তালুকদারসহ উপস্থিত অন্য আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করেন।

এর আগে ১১ মার্চ নারী নির্যাতন মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হককে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। তাকে কোর্ট হাজতে নেওয়ার পথে গণমাধ্যম কর্মীরা ভিডিও ধারণের সময় তাদের ওপর হামলা চালান অভিযুক্ত এসএম ফজলুল হক। এসময় তিনজন আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় কাউছার আহমেদ সাংবাদিকদের ওপর হামলা লাঞ্ছিত করাসহ ভিডিও ক্যামেরা ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগে মামলা করেন।

রেজাউল করিম রেজা/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।