চাঁদপুর

ডাকাতিয়ায় ইঞ্জিনচালিত নৌকায় ধাক্কা লেগে স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৩ মার্চ ২০২৫

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ডুবে নিরব নামের (৯) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরের বড়স্টেশন কয়লাঘাট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় সে।

নিরব এলাকার জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে। সে শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

এদিকে নিখোঁজের পর ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডের ডুবুরি দলসহ স্থানীয়রা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। এ ঘটনায় নৌকার দুই মাঝি মো. নাজমুল (২০) ও মো. নয়নকে (২৪) আটক করে নৌ পুলিশ।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল জানায়, দুপুরে কয়লাঘাট ডাকাতিয়া নদীতে নিরবসহ কয়েকজন গোসল করতে নামে। এ সময় তারা নদীর একপাশ থেকে সাঁতার কেটে অন্যপাশে যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকার পাখার মধ্যে নিরব আঘাত পেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় নৌকার দুই মাঝিকে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।