সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৬ মার্চ ২০২৫

সুনামগঞ্জে পৃথক স্থান থেকে ২০২ ভারতীয় শাড়ি ও ৬৭০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে বিজিবি। বুধবার (২৬ মার্চ) সদর ও তাহিরপুর উপজেলার দুই সীমান্ত এলাকা থেকে এসব শাড়ি ও ফুসকা জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, রাতে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পণ্য বাংলাদেশে আসার সময় জেলার সদর উপজেলার নারায়ণতলা ও তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে অভিযান পরিচালনা করে বিজিবি। রাতভর অভিযান পরিচালনা করে ২০২ ভারতীয় শাড়ি ও তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত থেকে ৬৭০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

jagonews24

সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে কেন্দ্র করে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য আসতে না পারে সেই জন্য সীমান্ত নজরদারি বাড়ানো হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।