অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ৭ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:১২ পিএম, ৩০ মার্চ ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রিসহ মূল্য তালিকা না থাকায় সাত ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাংস কিনতে এসে প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামানের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে জয়নাল আবেদিনকে পাঁচ হাজার টাকা, মো. জসিমকে তিন হাজার, বেলায়েত হোসেনকে তিন হাজার, আমির হোসেনকে এক হাজার, মো. ইদ্রিসকে এক হাজার, মো. জহিরকে দুই হাজার এবং মাইন উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

কাজল কায়েস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।