হবিগঞ্জে সালিশে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০১ এপ্রিল ২০২৫

হবিগঞ্জের লাখাইয়ে সালিশে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ওই উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়। টেটা, বল্লম, ফিকলসহ পুলিশ অর্ধশত দেশীয় অস্ত্র উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, ওই গ্রামের কাশেম, খলিল ও লিটন ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। সেখানে তারা ভাঙারি ব্যবসা করেন। কাশেম ও খলিল পুরোনো একটি ভাঙা টেলিভিশন বিক্রি করতে চান। লিটন এটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। লিটন টেলিভিশনটি ২০০ টাকা দাম বলার পর কাশেম ও খলিল তা কম হয়েছে বলে তর্কে লিপ্ত হন। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয়পক্ষ গ্রামে আসেন। তাদের বিরোধ মীমাংসার উদ্যোগ নেন স্থানীয় মুরুব্বিরা। মঙ্গলবার দুপুরে এ নিয়ে সালিশ বৈঠক বসে। হঠাৎ কাশেম ও খলিলের পক্ষে মোকিত, ইকবাল, হারুন, রুহুল আমিনের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।