খোলপেটুয়া নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০২ এপ্রিল ২০২৫

সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর ভাঙন রোধ ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষাবিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন, মোহাম্মদ বাকি বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এখন আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করতে হবে। আমাদের ঘরবাড়ি, জমি, স্বপ্ন সবকিছু ধ্বংসের মুখে। এ নদী আমাদের প্রাণ। কিন্তু কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে বাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে। যাতে তারা ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তারা আমাদের দুর্ভোগকে নিজেদের মুনাফার হাতিয়ারে পরিণত করেছে।

তারা বলেন, খোলপেটুয়া নদীতে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।