মাধবপুরে মাদক-অস্ত্রসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪০ এএম, ০৩ এপ্রিল ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক ও অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলো- উপজেলার হরিতলা গ্রামের মোহাম্মদ হানিফ মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (২৫) ও একই গ্রামের মৃত সহীদ মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন (৩০)।

বুধবার (২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মাধবপুরের হরিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

বিষয়টি জেলা সেনাক‍্যাম্প থেকে নিশ্চিত করে জানানো হয়, হরিতলা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক মাধবপুর সেনা ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, মোবাইল ফোন ৬৯টি, নগদ ৫ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক তিনটি, ক্যামেরা একটি, দেশীয় অস্ত্র চারটি ও সাতটি ইয়াবার খালি প‍্যাকেট জব্দ করা হয়েছে। আটকদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।