গাইবান্ধায় মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে শাহনাজ বেগম (৩০) নামে এক মহিলা দল নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার থেকে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার (৪ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার শাহনাজ বেগম উপজেলার ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহনাজ বেগম দলীয় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেফতার করেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে ১৮ পিস ইয়াবাসহ পাওয়া গেছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ এইচ শামীম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।