সাতক্ষীরার সেই বেড়িবাঁধের ভাঙনস্থলে রিং বাঁধ নির্মাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৫ এপ্রিল ২০২৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর ভাঙনস্থলে অস্থায়ী রিং বাঁধ নির্মাণ শুরু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই বাঁধ তৈরির কাজ শুরু হয়। পরে দুপুরের দিকে প্রাথমিকভাবে পানি প্রবেশ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সাতক্ষীরার সেই বেড়িবাঁধের ভাঙনস্থলে রিং বাঁধ নির্মাণ

পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াৎ হোসেন জানান, জিওব্যাগ দিয়ে প্রথমে পানি আটকানো হচ্ছে। এরপর ধাপে ধাপে মূল বাঁধ তৈরি করা হবে। ২-১ দিনের মধ্যে রিং বাঁধ নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপর মূল বাঁধের সংস্কার কাজ শুরু হবে।

গত ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন খোলপেটুয়া নদীর এই বাঁধটি ভেঙে যায়। এতে আশপাশের অন্তত ৮টি গ্রাম পানিতে প্লাবিত হয়, ভেসে যায় হাজার হাজার বিঘা মৎস্য ঘের। বর্তমানে এসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।