রং-শোডা-কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছিল আখের গুড়
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে রং, শোডা ও কেমিক্যাল মিশিয়ে আখের গুড় তৈরি করায় দুটি গুড় কারখানায় থাকা প্রায় ১০ হাজার টন ভেজাল গুড়, এক হাজার গুড়ের কোলা (মটকা), ৭০০ টিন ও গুড় তৈরির কেমিক্যাল নষ্ট করা হয়। পাশাপাশি ফারুখ শেখ (২১) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ ও আনসার সদস্যরা।
দণ্ডপ্রাপ্ত ফারুখ শেখ মানিকগঞ্জের আলমাস শেখের ছেলে। আলমাস একটি গুড়ের কারখানার মালিক।
ইউএনও আবু দারদা বলেন, বিকেল ৩টা সন্ধ্যা রাত ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/এসআর