ফরিদপুরে বাস দুর্ঘটনা

হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে লাশ হলেন বাবা-ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে নিহত হয়েছেন সাতজন। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন। হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত বাবা-ছেলে হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০) ও ছেলে ইমান সরদারকে (২২)। এ ঘটনায় জোয়াত সরদারের স্ত্রী পারুলী বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

নিহত জোয়ার সরদারের ছেলে শাহেদ সরদার বলেন, ‘দুদিন আগে আমার ছোট চাচা চান মিয়া সরদার অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অসুস্থ চাচাকে দেখতে বাবা, মা ও ভাই বাসে করে মেডিকেলে যাচ্ছিলেন। পথে বাস দুর্ঘটনায় তারা মারা যান। এ ঘটনায় মা গুরুতর আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে।’

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বাসটির গতি ছিল ৮০ কিলোমিটারেরও বেশি। আরেকটি বাসকে ওভারটেক ও চালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুন্ডা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোট সাতজন নিহত হন। এদের মধ্যে তিন নারীও রয়েছেন। আহত হন অন্তত ৩৫ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।