ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বাবু মুন্সি (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামের হাসমত মুন্সির ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিয়া বাজার এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক বাবু মুন্সী কানে কম শুনতেন। যে কারণে ট্রেন চলাচলের সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/এমএন/এএসএম