এম নাসের রহমান
এখন ফেসবুকের যুগ, এটাতে জিততে পারলে মাঠে জিতবেন
এখন ফেসবুকে তামাশা শুরু হয়েছে। ছেলেরাও ফেসবুকে অ্যাকটিভ। আমরা যারা জাতীয়তাবাদী দল এখন কিছুটা পিছিয়ে আছি। আমাদের চেয়ে একটা ধর্মীয়ও দল আছে, তারা অনেক এগিয়ে গেছে। বাচ্চাদের দলবলও এগিয়ে আছে। আমি তাদের নেতার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। হায়রে সর্বনাশ! আমাকে রাজনীতি শেখানো শুরু করে দিয়েছে। এটা আমাদের বিএনপির মধ্যে নাই। এখন হচ্ছে ফেসবুকের যুগ, মোবাইলের যুগ। এটাতে যদি আপনি জিততে পারেন তাইলে মাঠে জিতবেন।
এভাবেই কথাগুলো বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। বুধবার (৯ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারে কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা এম নাসের রহমান আরও বলেন, ‘২০২৪-এ তো হয়েছে ডামি নির্বাচন। এখন আমরা আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য দৌড় দিচ্ছি। ইনশাআল্লাহ ডিসেম্বর মাসেই নির্বাচন হবে। তার আগে আমরা আমাদের দলের মধ্যে নির্বাচন শুরু করেছি। আমার দল গণতান্ত্রিক দল, এটা তুলে ধরতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু প্রমুখ।
ওমর ফারুক নাঈম/এসআর/জেআইএম