টাঙ্গাইলে ৮৫ কেন্দ্রে এসএসসি পরীক্ষা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১০ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর ১টায়।

টাঙ্গাইলে এবার ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষার মোট পরীক্ষার্থী ৪৮ হাজার ২৩৩ জন।

এদিকে সকালে জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এসএসসি ৩৬ হাজার ৭৯৩ জন, দাখিল ৬ হাজার ৫৮৮, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৮০০ এবং ভোকেশনাল (দাখিল) ৫২ জন।

এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হক বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।