স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে পালিয়ে থাকা আ’লীগ নেতাকর্মীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১০ এপ্রিল ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপ‌দেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনা‌রেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভার‌তের সঙ্গে আমা‌দের দে‌শের সংঘা‌তের কোনো আশঙ্কা নেই। ভার‌তে পা‌লি‌য়ে থাকা আওয়ামী লী‌গের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের ফি‌রি‌য়ে আনার বিষ‌য়ে একটা চু‌ক্তি হয়েছে। আমরা তা‌দের ফি‌রি‌য়ে আনার চেষ্টা কর‌ছি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ থানা পরিদর্শন শে‌ষে এসব কথা ব‌লেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও ব‌লেন, ‘দে‌শের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি আগের চে‌য়ে অ‌নেক ভা‌লো আছে। এখ‌নো বি‌ভিন্ন থানার বেশ কিছু অস্ত্র উদ্ধা‌রের কাজ চল‌ছে। এসব উদ্ধার হ‌য়ে গে‌লে পু‌লি‌শের কার্যক্রম আরও বেগবান হ‌বে।’

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।