টাঙ্গাইলে বালু মহালে অভিযান, আটক ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১১ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় আটজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ও সেনাবাহিনীর ক্যাপ্টেন আহনাফ রেদোয়ানের নেতৃত্ব এলেঙ্গা পৌরসভার মহেলা ও যমুনা সেতু পূর্ব এলাকায় অভিযান চালানো হয়।

এসময় অবৈধভাবে বালু মাটি কেটে বিক্রির সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়। এছাড়া বালু ভর্তি তিনটি ড্রাম ট্রাক জব্দ ও তিনটি ভেকুর ব্যাটারি ডিসকানেকটেড করা হয়।

আটকরা হলেন ইয়াকুব (৪৭), শরবেশ আলী (৩৫), শাহিন (২২), আক্কাস (৩৫), আওয়াল (২০), তুষার (২০), আসলাম (২১) ও হাবীব (২৫)। এদের বাড়ি টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায়।

জানা যায়, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে মহেলা ও বেলটিয়া এলাকায় অবৈধভাবে বালু বিক্রি করে আসছেন স্থানীয় প্রভাবশালীরা। খবর পেয়ে ওই দুই ঘাটে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় আটজনকে আটক করা হয়। পরে বালু বিক্রির বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বালু ভর্তি তিনটি ট্রাক ও আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, বালুঘাট দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুনরায় যাতে চালু করতে না পারে সেজন্য বিট পুলিশ ও টহল পুলিশের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।