সাতক্ষীরা

বাঁধ ভাঙনে অসহায়দের সেবায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের ভাঙনকবলিত বিছট গ্রামে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী। এসময় তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

রোববার (১৩ এপ্রিল) দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।

এসময় তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে সেনাবাহিনী সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাঁধ নির্মাণসহ ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক সহায়তায় আমরা সদা প্রস্তুত। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এখানে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হবে। তাদের জন্য পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। শুধু এখানেই নয়, দেশের যেকোনো প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তারা আমাদেরই ভাই-বোন। তাদের পাশে থাকতে পারা আমাদের জন্য গর্বের।

চিকিৎসা ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুরা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসা দল ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সাতক্ষীরা ও আশাশুনি সেনা ক্যাম্পের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৩১ মার্চ আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে খোলপেটুয়া নদীর ভাঙনে প্রায় দেড়শ ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় ও হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।