চলন্ত মাইক্রোবাসে আগুন, কয়েক মিনিটের জন্য প্রাণে বাঁচলেন ৫ যাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে মহাসড়কের ঢাকামুখী লেনের নিমসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় চালকের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান মাইক্রোবাসে থাকা পাঁচজন যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ের নিমসার বাজার এলাকায় চলন্ত অবস্থায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এসময় চালক দ্রুত রাস্তার পাশে গাড়িটিকে থামালে যাত্রীরা নেমে যান। মুহূর্তের মধ্যেই গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে চান্দিনা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় অন্য কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয়নি।

মাইক্রোবাসের চালক সজিব মিয়া বলেন, ‘ক্যান্টনমেন্টের সৈয়দপুর এলাকার একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে চান্দিনার উদ্দেশ্যে রওয়ানা দিই। গাড়িতে পাঁচজন যাত্রী ছিল। নিমসার বাজার এলাকায় পৌঁছালে ইঞ্জিনের গিয়ার বক্সে হঠাৎ আগুন ধরে যায়। টের পেয়ে তাৎক্ষণিকভাবে সড়কের পাশে গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত নামতে বলি। এর কয়েক মিনিট পর পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চোখের সামনে গাড়িটি পুড়ে যায়।’

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ততক্ষণে আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।