স্কুলছাত্রী কনিকা রানী হত্যার বিচার দাবি


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৮ মে ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে স্কুলছাত্রী কনিকা রানী হত্যার প্রতিবাদ, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ও মাদক ব্যবসার বিরুদ্ধে শনিবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এলাকাবাসীর উদ্যোগে প্রায় অাধা কিলোমিটর দীর্ঘ এ মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কনিকা রানীর হত্যাকারীকে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মাদকমুক্ত সুষ্ঠু সমাজ গড়ে তুলতে আজকে আমরা সবাই মাদককে না বলি এবং মাদকের বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তুলি। তারা মাদক বিক্রেতা ও মাদকাসক্তদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানান।

সমাবেশ চলাকালে স্থানীয় এক মাদকব্যবসায়ী ময়েজ উদ্দীন কান ধরে সকলের সামনে মাদক বিক্রি না করার অঙ্গীকার করেন।

মানববন্ধনে ওই এলাকার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ শত শত মানুষ অংশ নেয়।

সমাবেশে বক্তব্য দেন, গোবরাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি, সাবেক চেয়ারম্যান আজাদুর রহমান মান্নু, মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যলয়ের শিক্ষক সফিকুল আলম ও গোবরাতরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।

উল্লে­খ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে শুক্রবার সকালে স্কুলছাত্রী ধাইনগর গ্রামের লক্ষণ ঘোষের মেয়ে কনিকা রানী ঘোষকে (১৪) কুপিয়ে হত্যা করে এক বখাটে। এসময় আরও ৩ ছাত্রী আহত হয়। এঘটনায় বখাটে বালুগাঁ দিয়াড় গ্রামের আব্দুল মালেককে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

আব্দুল­াহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।