সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০২ এএম, ১৫ এপ্রিল ২০২৫
পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার বেতজুরী গ্রামের ওহাব আলীর ছেলে ওয়াসিম পলান (২৩), একই থানার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদিঘী গ্রামের মৃত মজনুর ছেলে ইয়াকুব শাহ (২৩), বড় পাওতা গ্রামের দবির শেখের ছেলে শামীম হোসেন (৩৪) ও পলাশী গ্রামের মজনু প্রামাণিকের ছেলে লাবু প্রামানিক (৪০)। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটা চাইনিজ কুড়াল, দুইটি মোবাইল ফোন ও একটি কার্ভাডভ্যান উদ্ধার করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেলে গ্রেফতারদের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠান আদালত।

এর আগে গত ১৩ মার্চ রাতে বারুহাস ইউনিয়নের হেদার খাল নামক স্থানের ভাই ভাই ব্যাটারি কারখানায় ২৫-৩০ জন ডাকাত শ্রমিকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করেন।

এসময় তারা কারখানার ব্যবস্থাপকের সঙ্গে থাকা নগদ ৭০ হাজার টাকা, ১৪টি মোবাইল ফোন, একটি কাভার্ডভ্যান, পুরাতন ব্যাটারির প্লেট ১০ টন, তিন টন সিসা ও ব্যাটারির কানেক্টিন ১২০০ কেজি লুট করেন। যার মূল্য ৩৮ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা করেন কারখানার মালিক।

এম এ মালেক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।