গোবিন্দগঞ্জে একটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৮ মে ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া শালমারা ইউনিয়নের জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ভোট গ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে ব্যালট পেপার ছিনতাই হওয়ার ঘটনায় তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র বাতিল ও শালমারা জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে হামলার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস আলম শনিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নৌকার প্রার্থী সৈয়দ শরিফুল ইসলামের কর্মী-সমর্থক হঠাৎ করে তারদহ ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা ব্যালট পেপার ছিনতাই করে।

অপরদিকে, সকাল ১০টার দিকে জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থী শাহানা আকতার কর্মী-সমর্থক নিয়ে ভোটকেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার চেষ্টা করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বকুল (মোটরসাইকেল) কর্মী-সমর্থক নিয়ে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা টিয়ারসেল নিক্ষেপ করে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, জীবনগাড়ি ভোটকেন্দ্রে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আহতদেরর পরিচয় জানাতে পারেননি।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানান, বাতিল হওয়া তারদহ ভোট কেন্দ্রে পরিবর্তীতে ভোটগ্রহণ করা হবে। এছাড়া জীবনগাড়িতে ভোটগ্রহণ শুরু করার চেষ্টা করা হচ্ছে।

অমিত দাশ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।