ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:০২ পিএম, ১৫ এপ্রিল ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সাকুরা পরিবহনের একটি বাস

ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিরো সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। বাসে ২০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে নারী-পুরুষসহ ১৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়।

ঝালকাঠি সদর থানা উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, ঝালকাঠি শহরতলীর ইছানীল এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা ২০ জন যাত্রীর ১৩ জন আহত হয়েছেন। সামান্য আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

মো. আতিকুর রহমান/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।