সেপটিক ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

 

টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া দক্ষিণপাড়া থেকে গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আলীম (১৮) ঘাটাইলের চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। এছাড়া কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সে।

তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, দক্ষিণপাড়া এলাকার জামাল বাদশার বসতঘরের পেছনে সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো ছিল।

এর আগে গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল আলীম। এরপর আর ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম বলেন, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। দ্রুত সময়ে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।