দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনির ভূগর্ভে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৬ এপ্রিল ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে সোহাগ বাবুল (৪৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খনির ভূগর্ভে কাজ করার সময় ভেন্টিলেশন লেভেল থেকে পরে ওই শ্রমিকের মৃত্যু হয়।

নিহত সোহাগ রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘিয়াইল মালতলা গ্রামের বাসিন্দা।

খনির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খনির ভূগর্ভে কাজ করার সময় সোহাগ বাবুল ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পাখর খনির জনসংযোগ কর্মকর্তা সৈয়দ রফিজ উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে খনির ভূগর্ভে কাজ করার সময় সোহাগ বাবুল ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধারের পর খনি কর্তৃপক্ষ, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খনির নিতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা হারুণ অর রশিদ খনিতে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।