গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৫

গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) ও আসাদুল ইসলাম (৩২)।

অপরদিকে খালাসপ্রাপ্তরা হলেন শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন না। তবে খালাসপ্রাপ্ত আসামিদের পক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন জিএম মুরাদ।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে ট্রাকে তল্লাশি করে র‌্যাব। এসময় ট্রাকের কেবিনের ভেতর থেকে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকচালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস রায়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক এ রায় দেন।

এ এইচ শামীম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।