চাকা পাল্টাতে গিয়ে চালক-হেলপারের ওপর উল্টে গেলো সারবোঝাই ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১১:১০ এএম, ১৮ এপ্রিল ২০২৫

ট্রাকের চাকা পাংচার হয়ে যাওয়ায় তা পাল্টাচ্ছিলেন চালক ও হেলপার। হঠাৎ চাকা পাল্টানোর লিভার (জগ) স্লিপ করলে উল্টে যায় ট্রাকটি। চাপা পড়েন চালক ও হেলপার। এতে স্থানীয়দের চোখের সামনেই প্রাণ হারান হেলপার আশরাফুল ইসলাম (৪৫)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঝিনাইদহ সদরের শিকারপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সার বোঝাই ট্রাকটি ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। এসময় চালক ও হেলপার মিলে চাকা মেরামতের কাজ শুরু করেন।

একপর্যায়ে চাকা পাল্টানোর লিভার ফসকে গেলে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়েন দুজন। এসময় আশরাফুল সেখানেই মারা যান। পরে অনেক চেষ্টার পর স্থানীয়রা আশরাফুলের মরদেহ উদ্ধার করতে পারে। আর আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামপরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহজাহান নবীন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।