ঠাকুরগাঁওয়ের ৯ ইউনিয়নে নির্বাচিত হলেন যারা


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৮ মে ২০১৬

পঞ্চম ধাপের নির্বাচন ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছেন। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। এদিন সদর উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ভোট শুরু আগে সকাল ৭টায় সদর উপজেলার মুন্সির হাটে এক বাস দুর্ঘটনায় দুইজন প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন।

তারা হলেন, দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র রায় (৩৫) ও কালেশ্বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজা বেগম (৩০)।

ভোটগণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন। তবে নারগুন ইউনিয়নের একটি কেন্দ্রের ভোটগণনা স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।

ইউনিয়ন: জগন্নাথপুর
বিজয়ী: আলাউদ্দীন (আ.লীগ)

ইউনিয়ন: দেবীপুর
বিজয়ী: মোয়াজ্জেম হোসেন (আ.লীগ)

ইউনিয়ন: গড়েয়া  
বিজয়ী: রেজওয়ানুল ইসলাম (বিএনপি)
 
ইউনিয়ন: বালিয়া
বিজয়ী: নুর এ আলম ছিদ্দিকী (আ.লীগ)

ইউনিয়ন: শুখানপুকুরী
বিজয়ী: আনিছুর রহমান (আ.লীগ)

ইউনিয়ন: আউলিয়াপুর
বিজয়ী: আতিকুর রহমান (আ.লীগ)

ইউনিয়ন: বেগুনবাড়ী
বিজয়ী: বনি আমীন (বর্তমান চেয়ারম্যান-আ.লীগ)

ইউনিয়ন: সালন্দর
বিজয়ী: মাহাবুব আলম মুকুল (আ.লীগ)

রিপন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।