কিশোরীকে ধর্ষণের পর হত্যা, যশোরে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:২৪ এএম, ২১ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

নড়াইলের কিশোরী জয়নবকে (১৩) ধর্ষণ ও হত্যা মামলায় মুজিবুল ইসলাম নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার (২০ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এই রায় দেন।

সাজাপ্রাপ্ত মুজিবুল ইসলাম যশোর সদর উপজেলার চাঁনপাড়ার নাইম মসজিদ এলাকার মোশারফ হোসাইনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি আব্দুল লতিফ লতা।

মামলার অভিযোগে জানা গেছে, নিহত জয়নবের দুলাভাই চাঁনপাড়া নাঈম মসজিদে ইমামতি করতেন। দুলাভাইয়ের বাসায় যাতায়াতের সুবাদে জয়নবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসামি মুজিবুল ইসলাম (২৫)। ২০১৯ সালের ৩ নভেম্বর জয়নব তার গ্রামের বাড়ি নড়াইলের মির্জাপুর থেকে নিখোঁজ হয়। এ সংবাদ জানতে পেরে জয়নবের দুলাভাই মুজিবুলের সংবাদ নিয়ে জানতে পারেন তিনিও মাদরাসা ও বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজি করেও জয়নবকে উদ্ধারে ব্যর্থ হন স্বজনরা।

৪ নভেম্বর দুপুরে পুলিশ বাঘারপাড়ার ভাঙ্গুড়া মাঠের একটি ঘের থেকে জয়নবের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত জয়নবের বাবা জিয়াউর শেখ বাদী হয়ে মুজিবুল ইসলামকে আসামি করে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামি মুজিবুলকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই নবুয়াত হোসেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মুজিবুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামির উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।