শৈলকূপায় কলেজ মাঠে স্থাপনা নির্মাণ, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২১ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের শৈলকূপায় কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন শেখপাড়া দুঃখী মাহমুদ (ডিএম) কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া বাজার এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টায় যৌক্তিক সমাধানের প্রতিশ্রুতিতে মহাসড়ক ছেড়ে দেন তারা।

শৈলকূপায় কলেজ মাঠে স্থাপনা নির্মাণ, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্থানীয়রা জানায়, শেখপাড়া বাজারের পাশে দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠের ২৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েকদিন আগে কলেজ মাঠের জমির মালিকানা দাবি করে স্থাপনা নির্মাণ শুরু হয়। ওই ঘটনার প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কলেজ মাঠে স্থাপনা নির্মাণের ফলে আমরা খেলাধুলা করতে পারছি না। কলেজের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। কলেজ মাঠে স্থাপনা নির্মাণ আমরা মানব না। আমরা সুষ্ঠু সমাধান চাই। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

শৈলকূপায় কলেজ মাঠে স্থাপনা নির্মাণ, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. আসাদুর রহমান জানান, কলেজ মাঠের জমি এ্যাওয়াজ (বদল) করা। এ্যাওয়াজকৃত জমিতে স্থাপনা নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে মহাসড়ক অবরোধ করে। আশা করি সুন্দর সমাধান হয়ে যাবে।

শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো হয়েছিল। কলেজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটা জটিলতা রয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষ ও জমির মালিকের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। দ্রুত বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করি।

শাহজাহান নবীন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।