এসএসসি

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:০৯ এএম, ২২ এপ্রিল ২০২৫
প্রতীকী ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ডা. এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শাহানশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আল মামুন ও জিয়াউর রহমান।

জানা যায়, কেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালনের অনুমতি না থাকা সত্ত্বেও ওই দুই শিক্ষক কেন্দ্র সচিবকে রাজি করে অবৈধভাবে অতিরিক্ত তিনটি শিট সংগ্রহ করে তাতে প্রশ্নের উত্তর লিখে পরীক্ষা কক্ষে সরবরাহের উদ্যোগ নেন। এসময় কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পরেন তারা। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, কেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছিলো। এর আগেই তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের ট্যাগ অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গির আলম বাদী হয়ে থানায় মামলা করবেন।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, তাদের বিকেলে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।