ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফরিদপুরে শিশু ধর্ষণের অপরাধে আমিরুল মৃধা (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।
আমিরুল মৃধা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে। রায় ঘোষণার সময় আমিরুল মৃধা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুন দুপুর ১২ টার দিকে শিশুটি স্কুল থেকে বাসায় আসে। এর কিছু সময় পর এলাকার চানমারি পিয়ন কলোনিতে তার মামার দোকানে চিপস কেনার জন্য যায়। ওই সময় আসামি ওই দোকানে উপস্থিত ছিল। তখন আসামি শিশুটিকে টাকার লোভ দেখিয়ে তাকে পিয়ন কলোনির পিছনের একটি জঙ্গলে নিয়ে যায়। পরে সেখানে ধর্ষণ করে তাকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে মামলার বাদী তার মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস