টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসি মির্জাপুর থানার মোশারফ হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন। বুধবার (২৩ এপ্রিল) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় তাকে মার্চ মাসের শ্রেষ্ঠ ওসি মনোনীত করা হয়।

হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদঘাটনে অবদান রাখায় তাকে সম্মাননার জন্য মনোনীত করা হয়।

বুধবার দুপুরে মোশারফ হোসেনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননার ক্রেস্ট তুলে দেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আবিদুল ইসলাম, রাকিবুল হাসান রাসেলসহ সব সার্কেল ও থানার ওসিরা উপস্থিত ছিলেন।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, হত্যা মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় মাসিক অপরাধ সভায় মে মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে স্বীকৃতি প্রদান করা হয়। এ জন্য তিনি তার থানার সব পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।