লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৯ মে ২০১৬

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলা সদরের বেলতলীপাড়ার ধুরুংখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মনিরুল হোসেনের নেতৃত্বে অভিযান তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ৯ এম এম বোরের চায়না পিস্তল, তিন রাউন্ড গুলি, চাঁদা আদায়ের একটি তালিকা, দুইটি মোবাইল সেট, ৬ হাজার ৮৩৬ টাকা আটক উদ্ধার করা হয়।

আটকরা হলেন, দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া এলাকার মৃত সুরৎ চাকমার ছেলে অসিনি চাকমা (৫০) ও রাইঙ্গামাছড়া এলাকার ভুলন চাকমার ছেলে কিনাধন চাকমা (২০)।

লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদুজ্জামান জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা রুজু করার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সকালে আটকদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।