শৈলকূপা

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে বাস, গাছে ঝুলছিল ছাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৪ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের শৈলকূপায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চারজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনার শিকার বাসের ছাদ ভেঙে গাছের ডালে ঝুলে ছিল।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে বাস, গাছে ঝুলছিল ছাদ

পুলিশ জানায়, রাতে ‘এফকে ডিলাক্স’ নামের একটি বাস ঢাকা থেকে শৈলকূপায় যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। সে সময় বাসটির ছাদ গাছে ধাক্কা লেগে ডালে ঝুলে থাকে।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জাগো নিউজ কে বলেন, দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাহান নবীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।