শাসক নয়, সেবক হয়ে মানুষের পাশে দাঁড়ান : পলক


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৯ মে ২০১৬

শাসক না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার দুপুরে নাটোরের সিংড়া পৌর সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের সংবর্ধনা প্রদান শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের উন্নয়নে রাজনীতি করে। দেশব্যাপী সরকারের উন্নয়নের উপর আস্থা রেখে ভোটাররা নৌকা প্রতীকে প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করছেন।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, নব-নির্বাচিত ১২টি ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।