যশোরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৮ এপ্রিল ২০২৫
প্রতীকী ছবি

যশোরে মাদক মামলায় শহরের বেজপাড়ার তাজেম ওরফে তাজিম ওরফে তাইজেল নামে এক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্ত রানী দাস এ আদেশ দেন।

তাইজেল বেজপাড়ার নলডাঙ্গা রোডের মৃত শাহেদ আলী মৃধার ছেলে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) এসএম আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ নভেম্বর সন্ধ্যার পর কোতোয়ালী থানা পুলিশের কাছে খবর আসে, বেনাপোল থেকে এক সন্ত্রাসী অস্ত্র ও মাদক নিয়ে যশোরের উদ্দেশ্যে আসছে। খবর পেয়ে পুলিশের একটি দল চেকপোস্ট এলাকায় তল্লাশি চালায়। রাত ৮টা ৫০ মিনিটে তাইজেলকে সন্দেহ হলে আটক করা হয়। এসময় তার ডান পায়ের উরুতে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি এক রাউন্ড গুলি ভর্তি ওয়ান শুটারগান ও বাম পায়ে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেটে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় তল্লাশি চালানো দলের নেতৃত্ব দেওয়া এসআই জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। পরে অস্ত্র ও মাদক মামলা পৃথক হয়ে যায়। মাদক মামলাটি তদন্ত করেন ২০১৬ সালের ৩১ জানুয়ারি তাইজেলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান।

সর্বশেষ রোববার রায় ঘোষণার দিনে বিচারক তাইজেলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ বিষয়ে অতিরিক্ত পিপি এসএম আব্দুর রাজ্জাক জানান, মাদক আইনের মামলায় বিচারক এ রায় দিয়েছেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক চার্জশিট করা হয়েছে।

মিলন রহমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।