নোয়াখালী

অপহরণ মামলায় গ্রেফতার সেই মায়ের জামিন, ছেলে কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৬) অপহরণ মামলায় অভিযুক্ত যুবক আরাফাত হোসেনকে (২১) কারাগারে পাঠিয়ে তার মাকে জামিন দিয়েছেন বিচারক। একইসঙ্গে ভুক্তভোগী ওই ছাত্রীকে তার ইচ্ছায় নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজ্জাদ হোসেন এ আদশে দেন।

এরআগে দুপুরে অভিযুক্ত আরাফাত হোসেন, তার মা নাসরিন আক্তারকে (৪৫) গ্রেফতার এবং ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে আদালতে পাঠায় পুলিশ।

আদালতের পরিদর্শক মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি আরাফাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়া তার মা নাসরিন আক্তারের কোলে দুগ্ধজাত সন্তান থাকায় তাকে জামিন এবং ভুক্তভোগী কিশোরী তার মা-বাবার কাছে যেতে রাজি না হওয়ায় তাকে নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন:

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জাগো নিউজকে বলেন, সোমবার (২৮ এপ্রিল) রাতে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড থেকে অপহরণ মামলার ২ নম্বর আসামি নাসরিন আক্তারকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে মামলার ১ নম্বর আসামি আরাফত হোসেনসহ ভুক্তভোগী ছাত্রী থানায় হাজির হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ওই ছাত্রী এসএসসি পরীক্ষা দিতে যায়। এসময় বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বন্ধুর সহায়তায় তাকে অপহরণ করেন ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার রামনগর গ্রামের আবুল বাসারের ছেলে আরাফাত হোসেন (২১)।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার (২৬ এপ্রিল) কোম্পানীগঞ্জ থানায় আরাফাত হোসেন, তার মা নাসরিন আক্তার ও বন্ধু কাজী সাব্বির হোসেনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।