নরসিংদীর কারাগারে কয়েদির মৃত্যু
নরসিংদী কারাগারে রোকন মিয়া (৩২) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
তিনি সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে। এদিকে নিরাপত্তা সেলে কয়েদির মৃত্যু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।
পরিবারের অভিযোগ, রোকন অসুস্থ হওয়ার পর তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি অসুস্থ হওয়ার বিষয়ে পরিবারের কাউকে জানানো হয়নি। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।
নরসিংদী কারাগারের জেল সুপার মো. শামীম জানান, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রোকন মিয়া কারাগারে রয়েছিলেন। বিকেলে কয়েদি রোকন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে পুনরায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে নরসিংদী জেলা ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেতওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি বলেন, শারীরিকভাবে অসুস্থ ছিলেনি তিনি। তাকে বাঁচানোর জন্য কারাকর্তৃপক্ষের পক্ষ থেকে সব রকমের চেষ্টা চালানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ভাই তানভির ভূঁইয়া বলেন, আমার ভাইয়ের শারীরিক কোনো সমস্যা ছিল না। ভাই অসুস্থ সেটা জেলা কারাগারের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। বুধবার সকাল ১০টায় আমরা তার মৃত্যুর খবর জানতে পাই।
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ত্বত্তাবধায়ক এম এন মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ৮টার দিকে কারাগার থেকে আমাদের জরুরি বিভাগে একজন রোগী আনা হয়। তাকে আমরা মৃত অবস্থায় পাই।
সঞ্জিত সাহা/আরএইচ/এমএস