স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর মারা গেলেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০১ মে ২০২৫

সিরাজগঞ্জ সদরে স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর মারা গেলেন স্বামী। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার খোকশাবাড়ীতে এ ঘটনা ঘটে।

প্রথমে স্ত্রী সুমিত্রা রানী শীল (৮৩) ও পরে স্বামী মহেন্দ্র নাথ শীল (৮৬) মারা যান। পরে বুধবার স্বামী-স্ত্রী দুজনকে সিরাজগঞ্জ পৌর ঘুড়কা মহাশ্মশানে একসঙ্গে দাহ করা হয়।

বৃহস্পতিবার (১ মে) সকালে নিহতদের নাতি উত্তম শর্মা জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তার দিদিমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঠিক ৩০ মিনিট পর তার দাদু স্ট্রোক করে বাড়িতেই মারা যান। তার দাদু পেশায় নরসুন্দর ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সূত্রধর বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। পরে তাদের শ্মশানে একসঙ্গে দাহ করা হয়।

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।